About us

About Us

About

সব মানুষ চায় জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারেনা। এমন কি জ্ঞান, বৃদ্যা বুদ্ধি থাকা সত্ত্ব্যেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌছতে পারেনা, এর কারণ হলো বেশির ভাগ মানুষ নিজেই জানেনা তার ভিতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন। আর বাকি কারণ হলো চেষ্টা, আত্মবিশ্বাস, ধৈর্য সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব। 


 

Our Mission

Mission

আমাদের মিশন হচ্ছে বাংলাদেশ কে একটি সমৃদ্ধ, বেকার মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, শক্তিশালী অর্থনীতিক দেশ হিসেবে গড়ে তুলার জন্য প্রতি নিয়ত সকল বাধা ও প্রতিকুল পরিবেশের সাথে লড়াই ও সংগ্রাম চালিয়ে যাওয়া এবং পাশাপাশি দেশের সামাজিক, অর্থনীতিক ও অবকাঠামোগত ব্যপক পরিবর্তন সাদিত্ব করার জন্য কাজ করে যাওয়া এবং দেশের জনগনকে আত্মনির্বশীল করে গড়ে তুলতে প্রতি নিয়ত নতুন নতুন কর্মসূচি গ্রহন করার মাধ্যমে এগিয়ে যাওয়া ইত্যাদি।

Our Vision

Vision

আমাদের ভিশন হচ্ছে বাংলাদেশ কে একটি সমৃদ্ধ, বেকার মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, শক্তিশালী অর্থনীতিক দেশ হিসেবে গড়ে তুলা এবং পাশাপাশি আমাদের প্রত্যকের নিজের ব্যক্তিগত মৌলিক চাহিদা গুলো পূর্ণ করার সাথে সাথে অন্যের মৌলিক চাহিদা গুলো পূর্ণ করা। দেশের স্বদেশী পন্য ব্যবহার করার মাধ্যমে দেশের সামাজিক, অর্থনীতিক ও অবকাঠামোগত ব্যপক পরিবর্তন সাদিত্ব করা এবং দেশের জনগনকে বেকারত্ব দূর করে আত্মনির্বশীল করে গড়ে তুলা ইত্যাদি।